জমি হারাদের চাকরির দাবিতে ধর্ণা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জমিহারাদের চাকরির দাবিতে ধর্ণা। কুলটি BCCL এর দামাগড়িয়া কলিয়ারির দপ্তরে সামনে। জমিহারা দের চাকরির দাবি রেখে বিক্ষোভ ও ধর্নায় সামিল হয় যুব তৃণমূল সংগঠন। বিগত কয়েক মাসে বেশ কয়েক বার BCCL খনি কতৃপক্ষের সাথে কথা বলে, জমি হারাদের চাকরির জন্য। কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। তাই এবার জমিহারাদের সঙ্গে নিয়ে তৃণমূল যুব সংগঠন ও কুলটি বিধায়ক প্রতিনিধি সহ সকলে মিলে বুধবার এই ধর্না ও বিক্ষোভ পর্দশন করা হয়। বিক্ষোভ কারিদের পক্ষ থেকে অরবিন্দ চট্টরাজ বলেন, জমিহারাদের কোন সুরাহা হচ্ছে না। কর্তৃপক্ষ শুধু সময় নিয়ে কলিয়ারিতে প্রডাক্টসন চালিয়ে যাচ্ছে। জানতে চাইলে বলা হচ্ছে ফাইল প্রসেসিং এ আছে। এই ভাবে দীর্ঘদিন চলতে পারে না, তাই আজকে আমরা এই ধর্না কর্মসূচি নিয়েছি।

আরও পড়ুন -  Cyclone Mocha: ঘন্টায় ১৯০ কিলোমিটার পর্যন্ত বেগে এগোতে চলেছে "মোকা", কলকাতার আকাশে প্রভাব থাকবে