নিজস্ব সংবাদদাতাঃ অক্ষয় তৃতীয়া হল একটি শুভ তিথি, চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি।
অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। অক্ষয় শব্দের অর্থ হল ক্ষয়প্রাপ্ত না হওয়া। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে যেকোনো শুভকার্য সম্পন্ন হলে তা অক্ষয় হয়ে থাকে। ভালো কাজ করলে তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর খারাপ কাজ করার ক্ষেত্রে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখা উচিত ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। কখনো যেন খারাপ কথা না বেরোয় মুখ থেকে। তাই এদিন যথাসম্ভব মৌন থাকাই শ্রেয়। আর এদিন পূজা,জপ,ধ্যান,দান,অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত।