এক সদ্যজাত দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জের সিয়ারসোল ও পাঞ্জাবীমোড় এর মাঝেই ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে এক বেসরকারি নাসিংহোম সংলগ্ন এলাকায় বুধবার সকালে এক সদ্যজাত দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এলাকার এলাকাবাসীরা লক্ষ্য করেন এটি ছোট বাচ্চার দেহকে নিয়ে কুকুরের টানাটানি করে নিয়ে যাচ্ছে জঙ্গলের এক প্রান্তরে বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা কুকুর তাড়িয়ে উদ্ধার করে সদ্যজাত শিশুকে। এর পরপরই তারা রানীগঞ্জ পাঞ্জাবীমোড় ফাঁড়িতে খবর দিলে পানি পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে ওই শিশুটিকে সেখানে ফেলে গেছিল তার কোন হদিস পায়নি পুলিশ।

আরও পড়ুন -  জহর সরকারের সঙ্গে শিম্পাঞ্জির তুলনা করে ব্যঙ্গ বিজেপি নেতার, ধুয়ে দিলেন কুনাল

এ ঘটনার পর ওই সদ্যোজাতকে ফেলে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয়দের প্রাথমিক অনুমান স্থানীয় কোন হসপিটাল কিংবা নার্সিংহোমে কেউ মৃত সদ্যজাত প্রসব করার পর তা এই জঞ্জাল শুকিয়ে ফেলে দিয়ে চলে যায় তার পরিবারের সদস্যরা এরপরই কুকুরে নিয়ে টানাটানি করে তার দেহ। বুধবার সকালে এই মর্মান্তিক বিষয় লক্ষ্য করে স্থানীয়রা শিউরে উঠে দাঁড়ায় পুলিশে খবর দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে।

আরও পড়ুন -  Ajmeri Haque Bandhan: আবারও সেরা বাঁধন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে