IPL 2023: অবিশ্বাস্য রেকর্ড আইপিএলে, আর্শদীপ সিং মিডল স্টাম্প ভাঙলেন

Published By: Khabar India Online | Published On:

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে পাঞ্জাবের তারকা বোলার আর্শদীপ সিং গড়লেন এক অবিশ্বাস্য রেকর্ড গতকাল। আইপিএলের ইতিহাসে এই রকম রেকর্ড নেই।  

আশ্চর্যজনকভাবে লখনউ সুপার জায়েন্টসকে ৭ রানে পরাজিত করে গুজরাট টাইটান্স। দ্বিতীয় খেলায় আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারায় পাঞ্জাব কিংস। শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে মুম্বাইয়ের আর্শদীপ সিং।

ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারণের মাত্র ২৯ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস।

আরও পড়ুন -  রাজ্যে বাড়লো বিধি - নিষেধের মেয়াদ, ঘোষণা করেছে নবান্ন

বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষাণের উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৪৪, সূর্য কুমার যাদব ৫৭ ও ক্যামেরন গ্রিনের ৬৭ রানের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স।

শেষ ওভারে মুম্বাইয়ের সামনে লক্ষ্যমাত্রা ১৬, অধিনায়ক স্যাম কারণ বল তুলে দেন আর্শদীপ সিংয়ের হাতে।  শেষ ওভারে বল হাতে পেয়ে অবিশ্বাস্য রেকর্ডটি গড়েন তিনি। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন টিম ডেভিড। পরের বলে রান করতে পারেননি তিলক ভার্মা।

আরও পড়ুন -  Body: বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আমবাগান থেকে মৃতদেহ উদ্ধার

ওই ওভারের তৃতীয় বলে আর্শদীপের দুর্দান্ত ইয়র্কার বলে ক্লিন বোল্ড হন তিলক। এই ইয়র্কার বলেই তিলক বর্মার মিডল স্টাম্প ভেঙে দেন আর্শদীপ। স্টাম্পটি প্রতিস্থাপন করা হলে ওভারের চতুর্থ বলে নেহাল ওয়াধেরাকে ফের ইয়র্কার বল করেন তিনি।

আরও পড়ুন -  আর সি উপাধ্যায় পাতলা দুপাট্টা গানে মঞ্চের উপরে ব্যাপক নাচ, ভাইরাল ভিডিও মুহূর্তেই

আশ্চর্যজনকভাবে সেই বলেও মিডল স্টাম্প ভেঙে ফেলেন আর্শদীপ সিং। পরপর দুই বলে মিডল স্ট্যাম্প ভেঙে ফেলার এমন অবিশ্বাস্য রেকর্ড নেই বিশ্ব ক্রিকেটে।