Weather Forecast: পশ্চিমবঙ্গের এই জেলাগুলি বৃষ্টিতে ভাসবে, তাপপ্রবাহের থেকে মুক্তি, হাওয়া অফিস জানিয়েছে

Published By: Khabar India Online | Published On:

কয়েকদিন ধরে তাপপ্রবাহের পর মিলতে চলেছে স্বস্তি। আগামী কয়েক দিন আর গরম সহ্য করতে হবে না পশ্চিমবঙ্গবাসীকে। বাংলা,  বিহার ও উড়িষ্যায় নামতে চলেছে বৃষ্টি। কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এর কারণেই আগামী তিনদিন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে, উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে যার প্রভাবে গোটা পূর্ব ভারত জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  Message: ফুটপাত দখল কারিদের বার্তা দিলেন পৌরনিগম

imd-র পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি মিলতে চলেছে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল থেকে ১০দিন বাদে তাপপ্রবাহ সরতে পারে বলে জানিয়েছে আইএমডি। বিহারে ৭ দিন বাদে ও ওড়িশায় ৫দিন বাদে তাপপ্রবাহ সরে যাবে। দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিনদিন পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন -  শিল্পী নির্মলা মিশ্র প্রয়াত

পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। সেই জন্য আগামী তিনদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অবধি এই রাজ্যগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ ও বিহারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন -  Hanging Body: কারখানার মেসে এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার