Sara-Janhvi: দুই বন্ধু একসাথে শরীরচর্চা করলেন সারা ও জাহ্নবী, দারুন খুশি ভক্তরাও

Published By: Khabar India Online | Published On:

সারা আলি খান বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। সেলেব কিড হিসেবে ছোট থেকেই বেশ জনপ্রিয় তিনি। সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে তিনি।

অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন সারা। একাধিক হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন সারা।

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর এবং শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর এবং তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন।

আরও পড়ুন -  এখনও দেখতে এত সুন্দর, মনে আছে লাল দোপাট্টা অভিনেত্রীর কথা? সুন্দর ছবি নায়িকার, ৩০ বছর পরেও

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। এই মুহূর্তে জাহ্নবী এবং সারা দুজনেই চর্চায় উঠে এসেছেন শরীরচর্চার সূত্র ধরে।

আরও পড়ুন -  ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৫2 লক্ষ্; ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ‘বলিউড লাইভ’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। এই ঝলকে একজন দক্ষ ট্রেনারের উপস্থিতিতেই কঠোর শরীরচর্চা করতে দেখা গিয়েছিল এই দুই তরুণ বলি অভিনেত্রীকে।

আরও পড়ুন -  Indonesia: নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক, আইন পাস হয়েছে

দুজনেই ট্রেনারের কথামতো উপযুক্ত পোশাকে যথেষ্ট কঠোরভাবেই পরিশ্রম করছিলেন নিজেদের ফিট রাখতে।  সাইফ কন্যা এবং শ্রীদেবী কন্যা যে একে অপরের খুব ভালো বন্ধু, তা সকলের জানা।

বলাই বাহুল্য, সম্প্রতি এই একবছর আগেকার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই এই দুই অভিনেত্রীর ভক্তমহল বেশ খুশিই হয়েছেন। ঝলক রয়েছে এই ভিডিওর কমেন্টবক্সেই।