IPL-2023: অর্জুনের অভিষেকে গর্বিত শাহরুখ, আইপিএলে

Published By: Khabar India Online | Published On:

প্রথমবার মাঠে নামেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর মুম্বাইয়ের জার্সি গায়ে। রবিবার (১৬ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামেন তিনি। বাবা ব্যাটিংয়ে রাজত্ব করলেও অর্জুন অবশ্য বোলার। কলকাতার বিপক্ষে এদিনে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন অর্জুন।

অভিষেকে অর্জুনের পারফরম্যান্সে গর্বিত দিদি সারা এবং বাবা সচিন তেন্ডুলকর।

বন্ধু সচিন তেন্ডুলকরের ছেলের আইপিএল অভিষেকে গর্বিত বলিউড তারকা শাহরুখ খানও। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শাহরুখ খান লেখেন, ‘এই আইপিএল প্রতিযোগিতামূলক। কিন্তু যখন আপনি বন্ধুর ছেলে অর্জুন তেন্ডুলকরকে মাঠে নামতে দেখেন, জিনিসটা ততটাই বেশি আনন্দের। মনটা খুশিতে ভরে গেছে। অর্জুনকে শুভেচ্ছা। সচিন তেন্ডুলকরের দারুণ গর্বের মুহূর্ত। দুর্দান্ত!!!’

আরও পড়ুন -  Indian Cricketer: থানায় করা হল FIR, স্ত্রীকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ উঠল, বিনোদ কাম্বলির বিরুদ্ধে

কেকেআরের বিপক্ষে দলের হয়ে বল করার সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। অভিষেকে ছাপ রাখতে পারেননি অর্জুন। ২ ওভার বল করে ১৭ রান দিয়েছেন। কোনও উইকেট তুলতে পারেননি। কেকেআর-এর ইনিংসের প্রথম ওভারেই অর্জুন বল করেছেন।

আরও পড়ুন -  Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

বিগত কয়েক বছর ধরেই রোহিত শিবিরের পরিচিত মুখ ছিলেন অর্জুন তেন্ডুলকর। নেটে বোলিং করার পাশাপাশি ডাগ আউটেও দেখা যেত তাকে। চলতি বছরের শুরু থেকেই অর্জুনের অভিষেকের একটা সম্ভবনা তৈরি হয়েছিল। এবার যে শুধু তাকে নেটে বোলিং করানো হবে না, দলেও সুযোগ দেয়া হবে, তার আভাস দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন -  T20 World Cup 2022: এই দুটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে, রিকি পন্টিং ভবিষ্যৎবাণী করলেন

জসপ্রীত বুমরাহ আইপিএল থেকে ছিটকে গেছেন। তার উপর জোফ্রা আর্চার চোটের জন্য খেলতে পারছেন না। এ দিন দুপুরে আর্শাদ খানের জায়গায় অর্জুনকে দলে নেয়ার সিদ্ধান্ত নেন মুম্বাই টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই ভাগ্যের শিকে ছিঁড়ল অর্জুনের।

শাহরুখ খান আগাগোরাই তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়ে আসেন। কেকেআরের বিরুদ্ধে অর্জুন খেললেও বন্ধুর ছেলের জন্য গর্বিত শাহরুখ।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস। ছবিঃ হিন্দুস্তান টাইমস