Car New Rules: গাড়ি বাইক নিয়ে রাজ্য সরকারের এই বড় বিজ্ঞপ্তি জেনে নিন, ড্রাইভিং লাইসেন্স

Published By: Khabar India Online | Published On:

জারি করা হলো একটি নতুন নিয়ম পরিবহন দপ্তরের তরফ থেকে। পরিবহন দপ্তরের তরফ থেকে জারি করা হবে স্মার্ট কার্ড। এই কার্ডে এম্বেড করা চিপের পরিবর্তে একটি কিউআর কোড থাকবে। এটি আপনি সহজেই নিজের সাথে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। আগামী মে মাস থেকেই আবার প্লাস্টিক কার্ডের আকারে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে রাজ্য পরিবহন দপ্তর।

করোনা পরিস্থিতির সময় থেকে শুধুমাত্র কাগজের লাইসেন্স প্রদান করা হচ্ছিল। পিভিসি লাইসেন্স ইস্যু করা বন্ধ হয়েছিল। আবার ২০২৩ সালের মে মাস থেকে এটি শুরু করা হবে বলে জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।

আরও পড়ুন -  এবার পুরভোট করুন, পরীক্ষা বাতিল হয়ে গেছে , কটাক্ষ অনির্বাণের

পরিবহন দপ্তরের একজন আধিকারিক জানিয়েছেন, এক মাসের মধ্যেই এই স্মার্ট কার্ড ইস্যু করা হবে। এই কার্ডে এমবেডেড চিপের পরিবর্তে কিউআর কোড রাখা হবে। কাগজপত্রের আকারে নথি রাখা অত্যন্ত কঠিন হওয়ার কারণে, সম্প্রতি এই নতুন কার্ড ইস্যু করতে শুরু করেছে রাজ্য। এই নথি এখন আপনি ডিজি লকারে ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারেন। অনেকেই এখনো কার্ড ব্যবহার করতে সচ্ছন্দ বোধ করেন। সেই কারণেই প্লাস্টিকের কার্ড ফের চালু করছে রাজ্য পরিবহন দপ্তর।

আরও পড়ুন -  জাহাজ চলাচল মন্ত্রক অভ্যন্তরীণ জলপথ পরিবহনে উৎসাহদানে জল পথ ব্যবহারের ভাড়ায় ছাড় দিয়েছে

এই নথি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কেন্দ্রীয় ডাটাবেস সারথি ও রেজিস্ট্রেশনের জন্য বাহন ডেটাবেসের সঙ্গে যুক্ত হবে। রাজ্য পরিবহন বিভাগের আলাদা পরিকল্পনাও রয়েছে। গাড়ির অবস্থান ট্র্যাকিং করার ডিভাইস বসানোর কাজ দ্রুত গতিতে শেষ করতে চাইছে রাজ্য। যাত্রীবাহী ও পণ্যবাহী উভয় ক্ষেত্রে সরকারি ও বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে এই নতুন ট্র্যাকিংয়ের ডিভাইস বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন -  Pakistan Floods: এক হাজারের বেশি মানুষের মৃত্যু, পাকিস্তানে বন্যায়

রাজ্য পরিবহন দপ্তরের একজন আধিকারিক জানিয়েছেন, সারা রাজ্যে প্রায় ১২০০০ VLTD ইনস্টল করা হয়েছে। জুন থেকে প্রতিমাসে ১০ হাজার থেকে ১৫ হাজার গাড়িতে এই ডিভাইস ইনস্টল করার কাজ করা হবে বলে জানিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।