Kolkata Weather and Rain Forecast: আগামী সপ্তাহে কলকাতায় বৃষ্টি হবে? গরমে ঝলসে যাবার উপক্রম!

Published By: Khabar India Online | Published On:

গতকাল বিকেলে রোদের তেজ কিছুটা কমে গেলেও দেখা যায় ধূসর মেঘ। সেই মেঘে গর্জন ছিল না। গরমে তপ্ত কলকাতাবাসিকে স্বস্তি দিয়ে নামেনি বৃষ্টি। আজ সকাল থেকে আবারো চড়া রোদে পুড়ছে কলকাতা। রবিবার দাবদাহ অব্যাহত রয়েছে কলকাতায়। আজ তাপ প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে না কলকাতার কোথাও। যদিও তাতে খুব একটা বেশি স্বস্তি মিলবে না। গরম আজকে নাজেহাল করবে কলকাতাবাসিকে।

আরও পড়ুন -  Weather Update: দুর্যোগের ইঙ্গিত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি হবে?

আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস ঢুকেছে পশ্চিমবঙ্গে। এই আবহে কলকাতার আবহাওয়া যেন একেবারে পশ্চিমের জেলাগুলির মত হচ্ছে। প্যাচপ্যাচে গরমে ঘাম হয়। আলিপুরের পারদ ৪০ ডিগ্রি না ছাড়ালেও গত সাত বছরে সবথেকে উষ্ণ বৈশাখ দেখছে কলকাতা। গতকাল শনিবার কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ছিল তিন ডিগ্রী বেশি। গতকাল ফিল লাইক তাপমাত্রা ছিল ৫৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ।

আরও পড়ুন -  Eid Mubarak: ঈদ উদযাপনের বিশেষ মুহূর্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ ডিগ্রি ও ২৯ ডিগ্রি সেলসিয়াস। অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। ২০ তারিখের পর বৃষ্টির একটা ক্ষীন সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। আগামীকাল ১৭ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯° থাকতে পারে। বুধবার কলকাতার তাপমাত্রা ৪২° সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  শরীর ঢাকা ট্রান্সপারেন্ট পোশাকে, সোশ্যাল মিডিয়ায় হট লুকে ভাইরাল অভিনেত্রী তৃণা সাহা

প্রতীকী ছবি