Team India: চরম উপেক্ষিত ৩ বোলার ভারতীয় দলের, এনারা দাপট দেখাচ্ছেন আইপিএলে

Published By: Khabar India Online | Published On:

ভারতীয় প্রিমিয়ার লীগের মেগা আসরের প্রত্যেকটা ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়িয়ে রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি হচ্ছে। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনায় এসেছে আইপিএল।

চলতি আইপিএলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে চরমভাবে উপেক্ষিত হয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় দলে খেলার সুযোগ হয়নি কয়েকজন তারকা বোলারের। কিন্তু আইপিএলে নিজেদেরকে দুর্দান্তভাবে মেলে ধরে ভারতীয় দল নির্বাচকদের যোগ্য জবাব দিয়েছেন এইসব ক্রিকেটার।

আরও পড়ুন -  স্বামী বিবেকানন্দের প্রয়াণের পুন্যতিথিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-র শ্রদ্ধার্ঘ্য

অমিত মিশ্র: ভারতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অমিত মিশ্র ২০১৭ সালে। এরপর ধারাবাহিকভাবে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। চলতি বছর লখনউ সুপার জায়েন্টসের জার্সিতে আইপিএল খেলছেন তিনি। অমিত মিশ্র এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছেন, এখনো পর্যন্ত ৬.৮৩ গড়ে রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন।

আরও পড়ুন -  MS Dhoni: CSK দলের CEO বড় বার্তা দিলেন ধোনি-কে নিয়ে, ‘এখনই অবসর নয়, খেলবেন আগামী মরশুমেও’

পিয়ূষ চাওলা: চরম উপেক্ষিত এই ক্রিকেটার চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছেন। কিংবদন্তি স্পিনারের দুর্দান্ত পারফরমেন্সের টানা দুই ম্যাচে পরাজয়ের পর দিল্লির বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে ৬.৭৫ গড়ে মূল্যবান ৩ উইকেট দখল করেন।

মোহিত শর্মা: দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের এই তারকা পেস বোলার। চলতি আইপিএলে গুজরাটের হয়ে খেলছেন মোহিত শর্মা। পাঞ্জাবের বিপক্ষে বিগত ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪.৫০ গড়ে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন। দল নির্বাচকদের উপযুক্ত জবাব দিয়েছেন। জানিয়ে রাখি, ২০১৫ সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল।

আরও পড়ুন -  IND vs SL: শ্রীলংকার মুখোমুখি ভারত, ‘ডু অর ডাই’ ম্যাচ