মানসিক অবসাধে আত্মঘাতী প্রাথমিক শিক্ষক

Published By: Khabar India Online | Published On:

জয়ন্ত সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মানসিক অবসাধে আত্মঘাতী প্রাথমিক শিক্ষক। ঘটনাটি আসানসোলের সাঁতা গ্রামে। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বুদ্ধদেব সমাদ্দার(৩৫)। জীবিকা সূত্রে হীরাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ৷ বুধবার সকালে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।

আরও পড়ুন -  দুর্গাপূজা বা দুর্গোৎসব

স্থানীয় সূত্রে খবর বাবা গত হওয়ার পর বুদ্ধদেব তার মা কে নিয়ে আসানসোল পুরনিগমের ৭৫ নং ওয়ার্ড তথা সাঁতার ধর্মরাজ মন্দির লাগোয়া অঞ্চলে বসবাস করতেন। এর পরেই অনামিকা সমাদ্দার বুদ্ধদেব সমাদ্দারকে ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে যান। সম্ভবত মানসিক অশান্তিতে ভুগছিলেন বুদ্ধদেব সমাদ্দার ৷ বুধবার সকালে প্রতিবেশীরা বুদ্ধদেব সমাদ্দারের বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনে ছুটে যান এবং ঘরে বুদ্ধদেব সমাদ্দারের ঝুলন্ত দেহ দেখে স্থানীয় হীরাপুর থানায় খবর দেন ৷ পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তদন্তে পুলিশ।

আরও পড়ুন -  কংগ্রেসের প্রতিবাদ মিছিল