Sanjay Dutt: গুরুতর আহত সঞ্জয় দত্ত, বোমা ফেটে

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-এর শুটিংয়ে বোমা বিস্ফোরণের দৃশ্যে অভিনয়ের সময় আহত হন। এ সময়, সঞ্জয়ের কনুই, হাত এবং মুখে আঘাত লেগেছে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও পড়ুন -  KGF: Chapter 2: কেজিএফঃ চ্যাপ্টার ২, হাজার কোটির ক্লাবে, BREAKING NEWS !

জানা গেছে, এ ঘটনার সাথে সাথেই চিকিৎসার জন্য সঞ্জয়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বন্ধ রয়েছে শুটিং সিনেমার। অ্যাকশন ডিরেক্টর ডক্টর রবি ভার্মাই ক্যামেরার নেপথ্যে ছিলেন। ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন -  বন্ধ হচ্ছে ৫০ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ !

সূত্রের খবর, আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছেন। খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়া হবে।

ক্যানসারের চিকিৎসার মধ্যেই শুটিংয়ে অংশ নিচ্ছেন সঞ্জয় দত্ত। হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। শাহরুখের আসন্ন ‘জাওয়ান’, থালাপাতি বিজয়ের ‘লিও’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া কমেডি মুভি সিরিজ ‘হেরা ফেরি ৩’তেও দেখা যাবে।

আরও পড়ুন -  Neha Dhupia: দ্বিতীয় সন্তানের মা হলেন নেহা ধুপিয়া

ছবিঃ সংগৃহীত