সবুজের ডাক পত্রিকা শারদ সংকলন প্রকাশিত হল

Published By: Khabar India Online | Published On:

সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ খাতড়া শহর থেকে প্রকাশিত ষান্মাসিক সেই সবুজের ডাক পত্রিকা শারদ সংকলন প্রকাশিত হল কাঁকড়াদাড়া সন্নিকটস্থ বিশ্বপ্রেমিক সংঘ কেলাতি আশ্রমে। পত্রিকার উদ্বোধন করেন বাঁকুড়া খ্রিস্টান কলেজ এর প্রাক্তন অধ্যাপক তথা আশ্রমের আশ্রমিক সুদর্শন চক্রবর্তী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়ের মুখ্য গ্রন্থাগারিক সাংবাদিক প্রণব হাজরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক তথা লোক গবেষক সৌমেন রক্ষিত। বিকেল তিনটায় আশ্রমের গোল মন্দির প্রাঙ্গণে পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত অতিথিবৃন্দ সকলেই পত্রিকার সম্পাদক সব্যসাচী মন্ডল এর এই উদ্যোগকে স্বাগত জানান। উল্লেখ্য সব্যসাচী বাবু আজ বার বছরধরে এই পত্রিকা নিয়মিতভাবে প্রকাশ করে চলেছেন।

আরও পড়ুন -  পর্নতারকা মিয়া খলিফা পাকিস্তানের ওপর ক্ষেপেছেন, কেন ?