Neha Malik: নেহা মালিক মোহনীয় স্টাইলে সুইমস্যুটে, ভক্তরা দীর্ঘশ্বাস ছাড়লেন ছবি দেখে

Published By: Khabar India Online | Published On:

ভালোই পরিচিত একটি মুখ নেহা মালিক নতুন প্রজন্মের কাছে। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও তার ভালোই পরিচিতি আছে। ভোজপুরি সিনেমাতে কাজ করার পাশাপাশি একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও দেখা মিলেছে।  

মডেলিং দুনিয়ার সাথেও যুক্ত। নেটিজেনদের মাঝেও থেকে থেকেই চর্চিত হতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারো অভিনেত্রী নিজের বোল্ড ফটোশুটের লুকের সূত্র ধরেই চর্চায় আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nehhaa Malik (@nehamalik335)

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় নেহা মালিক। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৩.৫ মিলিয়ন।

আরও পড়ুন -  ৫ কোটি দিতে চলেছেন সালমান খান, মাত্র একদিনের জন্য, সুশান্তের প্রাক্তন গার্লফ্রেন্ডকে, কেন ?

নিজের একাধিক ছবি এবং ভিডিও নিজের ভক্তদের সাথে শেয়ার করে নেন। নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না নেহা। কারণে অকারণে তাদের সাথে যুক্ত থাকার চেষ্টাও করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন -  Durga Puja-2022: লগ্নজিতা পূজোয় আসিফের সঙ্গী

সাম্প্রতিক বোল্ড ফটোশুটের একাধিক ঝলক অভিনেত্রী নিজেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছেন। এখন সেইসমস্ত ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত নেহা। এই ঝলকে অভিনেত্রীকে একটি অ্যাস্থেটিক এবং ডিপ নেক লাইন কাটিং জাম্পশুটে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Nehhaa Malik (@nehamalik335)

এই পোশাকে নিয়েছিলেন নুড মেকাপ। স্মোকি আই মেকাপে পরেছিলেন ডার্ক লিপস্টিকও। বাঁধা চুলে খালি কানে ছিলেন অভিনেত্রী। গলায় পরেছিলেন মানানসই নেকলেসও। লাল ব্যাকগ্রাউন্ডে আলোর স্টাইলিশ রিফলেকশনের মাঝেই দিয়েছিলেন বোল্ড পোজ। এই মুহূর্তে অভিনেত্রীর সেই ঝলকে চোখ আটকেছে নেটজনতার একাংশের। উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে।

আরও পড়ুন -  Onion: ক্ষেত পোড়ালেন কৃষক, ন্যায্য দাম না পেয়ে, পেঁয়াজের