IPL-2023: হায়দরাবাদের প্রথম জয়

Published By: Khabar India Online | Published On:

শিখর ধাওয়ান পাঞ্জাব কিংসের হয়েই একাই লড়াই করলেন। এক রানের জন্য তিনি পূর্ণ করতে পারেননি সেঞ্চুরি। বাকি ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য খুব বেশি সংগ্রহ পায়নি। প্রথম জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ভালোই করে সানরাইজার্স হায়দরাবাদ। কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছায় ১৭ বল হাতে রেখেই।

(আইপিএল) চতুর্দশ ম্যাচে আসরের প্রথম হার দেখল পাঞ্জাব। ৮ উইকেটের এই জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসল হায়দরাবাদ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। রাহুল ত্রিপাঠি এবং এইডেন মার্করামের দারুণ ব্যাটিংয়ে ১৭ ওভার ১ বলেই জয় পায় হায়দরাবাদ।

আরও পড়ুন -  IPL 2023: এই রহস্যময়ী তরুণী উষ্ণতা বাড়ালেন হায়দ্রাবাদের জার্সিতে স্টেডিয়ামে, পরিচয় জানুন

প্রথম বলে প্রাবসিমরান সিংকে হারিয়ে শুরু হয় পাঞ্জাবের ইনিংস। অধিনায়ক শিখর ধাওয়ান একপ্রান্তে লড়তে থাকলেও অপরপ্রান্তে উইকেটের মিছিল শুরু হয়। দুই অঙ্কের ঘর স্পর্শ করা আরেক ব্যাটার ছিলেন স্যাম কারেন (২২)। লড়তে থাকা ধাওয়ান ফিফটি পূর্ণ করেন ৪২ বলে। ৯৯ রানেই শেষ হয় তার ইনিংস। অপরাজিত এই ইনিংস তিনি সাজান ৫ ছক্কা ও ১২ চারে।

আরও পড়ুন -  Mahendra Singh Dhoni: ধোনি আবার অধিনায়কত্ব পেলেন

হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন মায়াঙ্ক মারকান্দে। চার ওভার বল করে ১৫ রান তিনি নেন ৪ উইকেট। জোড়া উইকেট নেন মার্কো ইয়ানসেন এবং উমরান মালিক।

আরও পড়ুন -  Gold Silver Price Today: দাম কমলো সোনা-রুপোর বাজেটের আগে, সর্বশেষ রেট জানুন

ধীরগতির শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক এবং মায়াঙ্ক আগারওয়াল। ব্রুক ১৩ রান করে বিদায়ের পর মায়াঙ্ক উইকেট হারান ২১ রান করে। আর পেছন ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে। ত্রিপাঠি এবং মার্করামের শতরানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন ত্রিপাঠি। মার্করাম করেন ২১ বলে অপরাজিত ৩৭ রান।

ছবিঃ সংগৃহীত