Lips: কোমল হবে রুক্ষ ঠোঁট, এই টোটকা মানলে

Published By: Khabar India Online | Published On:

ত্বকের যত্নে যতটা সাবধানী আমরা সকলে। ঠোঁট সেখানে ব্রাত্যই থাকে। ঠোঁট শরীরের অত্যন্ত স্পর্শকাতর অংশ। যত্নের অভাবে শুধু শীতে নয়, গ্রীষ্মেও শুকিয়ে যায় ঠোঁট। শুষ্ক ঠোঁট সৌন্দর্যের পথে বাধা। ত্বক তো বটেই, রোজের রূপ-রুটিনে ঠোঁটও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। প্রচণ্ড তাপে ও এই আর্দ্র এবং রুক্ষ আবহাওয়ায় নিয়মিত যত্ন না নিলে ঠোঁটের ক্ষতি হয়।

আরও পড়ুন -  Italy: ইতালি জয়ের দেখা পেলো

ঠোঁটের যত্ন নেয়া সহজ নয়। বাজারচলতি প্রসাধনীর বদলে ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্ন নিলে বেশি উপকার পেতে পারেন।

ঠোঁট স্ক্রাব করুনঃ

ঠোঁটের মৃত কোষ সরিয়ে ঠোঁটের কোমলতা বজায় রাখতে সাহায্য করে। ঠোঁটেও জমতে পারে এমন মৃত কোষ। সেই জন্য ঠোঁটের এক্সফোলিয়েশন অত্যন্ত জরুরি। ঠোঁটের উপযোগী অনেক সিরাম পাওয়া যায়। সেগুলিও লাগাতে পারেন।

আরও পড়ুন -  Housewife: পণের দাবিতে, গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

লিপ বাম ব্যবহার করুনঃ

লিপস্টিক ঠোঁটকে বেশি রুক্ষ করে দেয়। লিপস্টিকের পরিবর্তে এই গরমে লিপ বাম ব্যবহার করতে পারেন। লিপ বাম ঠোঁটের খুব ভাল ময়েশ্চারাইজার। লিপ বাম ঠোঁট ফাটতে দেয় না। মসৃণ রাখতেও সাহায্য করে।

আরও পড়ুন -  France: উত্তাল ফ্রান্স, কিশোরের মৃত্যুর ঘটনায়, আটক ১৫০

লিপ মাস্কঃ

ঠোঁটের যত্ন নিতে ব্যবহার করতে পারেন লিপমাস্ক। গরম আবহাওয়ায় লিপমাস্ক ঠোঁট ফাটা এবং শুকিয়ে যাওয়া রোধ করে। লিপমাস্ক ঠোঁটের হারানো লাবণ্য ফিরিয়ে আনতে ভালো কাজ করে।