প্রধানমন্ত্রী ৫ই নভেম্বর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গোলটেবিল বৈঠকের ভার্চুয়ালি পৌরহিত্য করবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ই নভেম্বর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের গোলটেবিল বৈঠকের ভার্চুয়ালি পৌরহিত্য করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিল যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারী, ভারতীয় বাণিজ্য জগতের নেতৃবৃন্দ এবং কেন্দ্র ও আর্থিক বাজার নিয়ন্ত্রকদের নীতি-নির্ধারকরা এই বৈঠকে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এবং অন্যান্য বিশিষ্টজনেরাও এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন।

আরও পড়ুন -  বাজার ঊর্ধ্বমুখী ধন-সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায়

এই গোলটেবিল বৈঠকে বিশ্বের ২০টি সর্ব বৃহৎ পেনশন ও সোভেরিন ওয়েল্থ ফান্ডের প্রতিনিধিরা যোগ দেবেন। এঁদের সকলের সম্পদের মোট পরিমাণ প্রায় ৬ লক্ষ কোটি মার্কিন ডলারের সমতুল। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এই বৈঠকে যোগ দেবেন। সংশ্লিষ্ট তহবিলগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং সিআইও-রা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে কেউ কেউ এই প্রথম ভারত সরকারের সঙ্গে মতবিনিময় করবেন। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ছাড়াও এদেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থার নেতৃবৃন্দ এই গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

আরও পড়ুন -  Gold Price Today: কলকাতার বাজারে বাড়লো সোনার দাম

ভার্চুয়াল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এই গোলটেবিল বৈঠকে ভারতের অর্থনীতি ও বিনিয়োগ, পরিকাঠামোগত সংস্কার এবং দেশের অর্থনীতিকে ৫ লক্ষ কোটি মার্কিন ডলারের সমতুল অর্থনীতিতে পরিণত করার জন্য সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক এবং দেশের বিনিয়োগকারী ও বাণিজ্য প্রতিনিধিরা নীতি নির্ধারকদের সঙ্গে এখানে মতবিনিময়ের সুযোগ পাবেন। যার মাধ্যমে ভারতে আন্তর্জাতিক বিনিয়োগ কিভাবে আরও ত্বরাণ্বিত করা যায় তা নিয়ে আলোচনা হবে। এই অর্থবর্ষের প্রথম ৫ মাসে ভারতে সবথেকে বেশি বিদেশী বিনিয়োগ হয়েছে। যেসব আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ভারতে তাঁদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী তাঁদের সঙ্গে অংশীদারিত্ব আরও মজবুত করার জন্য এই সম্মেলন সহায়ক হবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধ