ছোটবেলার দিনগুলি

Published By: Khabar India Online | Published On:

ছোটবেলার দিনগুলি 

 

বাল্যকালে সেই ঘরে ছিলাম আমি,
খেলনার উদ্যানে মন ভরে ফুলফুটি।
শিক্ষার জন্য তখন নেই ব্যস্ততা,
কাজের ঝামেলা না, সময় আমার হত মুক্ত যথেষ্ট।

আরও পড়ুন -  Kojagari Lakshmi Puja: কোজাগরী লক্ষীপুজো পূর্ণিমার রাতে করা হয়, কারণ

ঘরে থাকা সময় আমার ভালো,
মা বাবার হাত থেকে খেলনা নিতাম বাজারে হেটে।
কাউকে যদি খুশি করার জন্য সাজাব,
আমি পাগল হতাম আনন্দে দুঃখ শক্ত করে।

আরও পড়ুন -  স্মৃতিমেদুর

সব খেলনার সময় বন্ধুদের সাথে,
চারিদিকে করতাম আনন্দের হাঁটা মিষ্টি।
দূরে পড়ে না হোক মধুমাখীর সুর,
সেদিন ছিলো আনন্দে ভরা হৃদয়ে জ্বলির আলো।

তারেক আসবে বারান্দায়,
তারেক আসবে দুঃখের কালে।
সেদিন যেন আবার ফিরে যাই,
বাল্যকালের সুখে ভরে ফুলফুটি।

আরও পড়ুন -  ভালোবাসা...