Kuwait: নিষেধাজ্ঞা দিল কুয়েত, মোবাইলে দেখে কোরআন পড়ায় নামাজে

Published By: Khabar India Online | Published On:

প্রায় অধিকাংশ মানুষই মোবাইলে কুরআন দেখে নামাজ পড়ে কুয়েতে। মোবাইল দেখে নামাজ পড়া বা কোরআন দেখে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা দিল কুয়েত সরকার। ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করে।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় বলেছে, দিনের ফরজ পাঁচ ওয়াক্ত এবং তারাবিহ নামাজে মোবাইল ফোনে দেখে দেখে কোরআন পড়তে পারবেন না ইমামরা।

আরও পড়ুন -  Weather Forecast: কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে, ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় এই সব জেলায়

পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ানোর আগে কোরআনের আয়াত ভালোভাবে মুখস্ত এবং আয়ত্ত্ব করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। নামাজ পড়ানোর সময় কোরআনের আয়াত যতটা সম্ভব মুখস্ত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমামদের।

আরও পড়ুন -  Banned: গত বুধবার টিকটক নিষিদ্ধ করেছে, মন্টানা

কুয়েতের মসজিদ বিষয়ক উপসচিব সালাহ আল-সিলাহি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদের সত্যিকারের বার্তা পৌঁছানোর কাজটি সম্পন্ন করেন, ইমাম হিসেবে যে দায়িত্ব রয়েছে সেটি সঠিকভাবে করেন।

আরও পড়ুন -  Neymar Injuries: নেইমার নাসার প্রযুক্তি ব্যবহার করছেন, চোট সারাতে

তিনি বলেছেন, ইমামদের সঠিকভাবে কোরআন পড়তে হবে। জোরে চেঁচিয়ে বা শব্দের সুর পরিবর্তন করার কারণে যেন কোরআন পড়ার বিধান লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন।

সূত্রঃ গালফ নিউজ।