বোমা বিস্ফোরণে সদ্য বিবাহিত এক যুবক এবং তার ভাই নিহত হয়েছেন ছত্রিশগড়ের কবীরধাম জেলায়। আহত হয়েছেন শিশু এবং নারীসহ আরও চারজন। বোমাটি বিয়ের উপহার হিসেবে দেয়া একটি মিউজিক সিস্টেমের মধ্যে পাঠিয়েছিলেন নববধূর প্রাক্তন প্রেমিক।
মঙ্গলবার এ ঘটনায় প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিহত বরের নাম হিমান্দ্র মেরাই। গত ১ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়েতে উপহার হিসেবে একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম পান তিনি। গত সোমবার এই উপহারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই হিমান্দ্র নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই। এ ঘটনায় ঘরের দেয়াল ধসে নারী এবং শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
বিয়েবাড়িতে কে কোন উপহার দিয়েছে ,তা খুঁজে বের করতে শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারে যে এই উপহারটি সার্জু নামক এক যুবক দিয়েছে।
জানা যায়, এই যুবক হেমেন্দ্রর স্ত্রীর প্রাক্তন প্রেমিক। তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে প্রতিশোধ নিতেই এই কাণ্ড ঘটিয়েছিল।
সে কোথা থেকে বিস্ফোরক পেল, হোম থিয়েটারে কীভাবে এই বিস্ফোরক সে ভরল, তা জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রঃ এনডিটিভি, ইন্ডিয়া টাইমস।