Chokher Alo Scheme: একেবারে ফ্রি চশমা ও ছানির অপারেশন পশ্চিমবঙ্গে, চোখের আলো প্রকল্পে, আবেদন করে ফেলুন

Published By: Khabar India Online | Published On:

চিকিৎসার অভাবে অনেক মানুষের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। অন্ধত্বের দিকে চলে যাচ্ছেন। এই সমস্ত সমস্যা রুখতে এবারে পশ্চিমবঙ্গ সরকার শুরু করে দিল চোখের আলো প্রকল্প।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আওতায় চক্ষু পরীক্ষা থেকে শুরু করে চোখের চিকিৎসা, ৬০ বছরের বেশি বয়সীদের জন্য ছানি অপারেশন করা হবে বিনামূল্যে। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে এই বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন -  Ukraine: আশঙ্কা ইউক্রেনের, ‘বড় হামলার প্রস্তুতি’ নিচ্ছে রাশিয়া, বর্ষপূর্তিতে

জানা গিয়েছে, এরপর থেকে প্রায় মোট ১০ লক্ষ মানুষ ছানি অপারেশন করিয়েছেন। এছাড়া ১৫ লক্ষ মানুষকে চশমা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিভিন্ন দরিদ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের বিনামূল্যে চশমার সু বন্দোবস্ত করা হয়েছে। এর জন্য কিছু বিশেষ নিয়ম পালন করতে হবে আপনাদের।

 কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

*  স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
* আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর।
* আবেদনকারীকে অবশ্যই বাংলার অঙ্গনওয়াড়ি কর্মী অথবা রাজ্যের পড়ুয়া হতে হবে।

আরও পড়ুন -  PM MODI, হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললেন, যোগ দিতে পারেন আপনি এই পদক্ষেপ অনুসরণ করে

 কি সুবিধা রয়েছে এই প্রকল্পে?

  • এখানে ৬০ বছরের বেশি বয়সের মানুষদের চিকিৎসা হবে একেবারে বিনামূল্য।
    * ১৫ লাখের পর আরো ৮ লক্ষ ২৫ হাজার বয়স্ক মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
    *  ৬০ বছরের বেশি বয়স্কদের ছানি অপারেশন করা হচ্ছে বিনামূল্য। সাথে যাতায়াতের খরচ রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে।
    * সমস্ত গ্রাম পঞ্চায়েত ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্পে।
    *  পঞ্চায়েত বা পুরসভার চোখের আলো শিবিরে যোগাযোগ করে আপনি এই সুবিধা নিতে পারেন। আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ডের মত কিছু সচিত্র পরিচয় পত্র লাগবে।
আরও পড়ুন -  বিদেশি রমনীরদের বেলি নাচ প্রশংসাযোগ্য, এই দেখেই মুগ্ধ হলেন সকলে – UK BELLY DANCE VIDEO