Weather Update: ঝড়-বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ, আবহাওয়া হবে তোলপাড়, এই জেলাগুলি

Published By: Khabar India Online | Published On:

এবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ৫ এপ্রিল বুধবার তাপমাত্রা আরো বাড়ছে কলকাতা এবং আশেপাশের অঞ্চলের তাপমাত্রা। দিঘা, পূর্ব মেদিনীপুর জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা শেষ ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের কারণে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গলবারের থেকে বুধবার ৫ এপ্রিল ২ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। অপরদিকে, বাড়তে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। বিকেলের পর থেকে আবার কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন -  Kalbaishakhi Alert: দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় চলবে তাণ্ডব? বইবে লু, কালবৈশাখীর সতর্কতা, আবহাওয়ার খবর

দীঘায় আবার শেষ ২৪ ঘন্টায় তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকা থেকে এই তাপমাত্রা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দিঘা এবং তার সংলগ্ন এলাকায় আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ।

আরও পড়ুন -  Cold: বছর শেষ হতে আরো দুই দিন বাকি, ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়ি

দীঘায় শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি না হওয়ার কারণে অনেকটা শুষ্ক আবহাওয়া রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়া সম্ভাবনা আছে।

তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ ৭২ শতাংশ। হলদিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়া সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে দুই ডিগ্রি বেশি। বিকেলের পরে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে।

আরও পড়ুন -  T20 World Cup 2022: বৃষ্টির পেটে গেলো, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটিও

প্রতীকী ছবি