Chengiz Hindi Trailer: খুশির খবর বাঙালি ভক্তদের জন্য, ‘চেঙ্গিজ’এর ট্রেলার মুক্তি পেল জিৎ-এর, হিন্দিতে

Published By: Khabar India Online | Published On:

 জিৎ বড়পর্দায় ফিরছেন। কদিন আগেই বাংলায় মুক্তি পেয়েছে জিৎ-এর আসন্ন ছবি ‘চেঙ্গিজ’এর ট্রেলার।  তারপর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলের কাছে।

সমগ্র দর্শকমহলের পাশাপাশি অভিনেতার ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গেল আরো। হিন্দিতেও মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি তারই ট্রেলার প্রকাশ্যে এসেছে।

ফুলঅন অ্যাকশন নিয়েই বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা, সেকথা অবশ্য ট্রেলার দেখেই স্পষ্ট। সোমবার, ৩-রা এপ্রিল ‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’এর ব্যানারেই মুক্তি পেয়েছে চেঙ্গিস এর হিন্দি ট্রেলার।

আরও পড়ুন -  মিথিলা সুখবর দিয়েছেন ভক্তদের

২৬ মিনিটের মধ্যেই যা পৌঁছে গিয়েছে ২৯ হাজারের বেশি মানুষের কাছে। বলাই বাহুল্য, রাজেশ গাঙ্গুলী পরিচালিত ‘চেঙ্গিজ’এর অপেক্ষায় গোটা ভারত।

বাংলা এবং হিন্দি মিলিয়ে গোটা ভারতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’। এখন মেতে উঠেছে অভিনেতা ভক্তদের পাশাপাশি গোটা মিডিয়ামহলও। বাঙালি জিৎ ভক্তদের জন্য একটা বড় ব্যাপার, তা নিঃসন্দেহেই বলা চলে।

আরও পড়ুন -  Misty Singh: অভিনেত্রী মিষ্টি সিং পার্শ্ব চরিত্রে অভিনয় করেও রাজকীয় জীবনযাপন করেন

ভারতের মঞ্চে এই ছবিকে হিট করানো এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডিসট্রিবিউটারদের কাছে। উল্লেখ্য ‘কেজিএফ’, ‘বাহুবলী’, ‘রোবর্ট’, এবং ‘কানতারা’র মতো ছবির হিন্দি ভার্সন যে সমস্ত ডিস্ট্রিবিউটরদের হাতে হিট করেছিল, এবার তাদের মারফতই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’।

আরও পড়ুন -  Short Film: প্রফেসরের স্ত্রীর শরীর নিয়ে খেলা করলেন ছাত্র, একদম একা দেখবেন এই সাহসী শর্ট ফিল্মটি

‘চেঙ্গিজ’এ জিৎ-এর পাশাপাশি অভিনয় করতে দেখা যাব সুস্মিতা চ্যাটার্জী, রোহিত রায় এবং শাতাফ ফিগারের মতো একাধিক তারকাদের। চলতি মাসের ২১’শেই এই ছবি মুক্তি পেতে চলেছে।