Rahul Gandhi: আপিল শুনানি ১৩ এপ্রিল, সাজা স্থগিত রাহুলের

Published By: Khabar India Online | Published On:

কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর দুই বছরের সাজা স্থগিত করেছেন গুজরাটের আদালত। এই মামলায় তাকে জামিন দিয়েছেন বিচারক। আপিল শুনানির দিন ঠিক হয়েছে ১৩ এপ্রিল। এ সাজার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে।

আরও পড়ুন -  নিহত অন্তত ১২, ট্রাক-মিনিবাস সংঘর্ষে

সোমবার দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন।

বিরোধী নেতারা শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করে জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আরও পড়ুন -  ভরপুর হট দৃশ্য এই ওয়েব সিরিজ, অভিনেত্রীর এই অভিনয় দেখলে নিয়ন্ত্রণ হারাবেন, VIDEO

সাজা স্থগিত হওয়ায় রাহুলের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার পথ আবারও সুগম হলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, সোমবার বিকালে প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সুরাত শহরের আদালতে হাজির হন রাহুল। তার আসাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় জমায় কংগ্রেস নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে এবং টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা।

আরও পড়ুন -  Rahul Gandhi: রাহুল গান্ধী পাচ্ছেন সাধারণ পাসপোর্ট, ৩ বছর মেয়াদে

সূত্রঃ বিবিসি, এনডিটিভি। ছবিঃ সংগৃহীত