ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে তুলে দেওয়া হলো একজোড়া গবাদিপশু

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দুর্ঘটনায় মৃত দুই পরিবারের হাতে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে তুলে দেওয়া হলো একজোড়া গবাদিপশু। সোমবার সন্ধ্যায় ইংলিশ বাজারের পার্বত্য এলাকায় দুই পরিবারের হাতে একজোড়া গবাদিপশু তুলে দেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর ইংলিশ বাজারের পার্বত্য এলাকায় পুকুর নিয়ে বিবাদের জেরে খুন হয় অর্জুন ঘোষ এবং ফুলচাঁদ ঘোষ। পরিবারের দুই সদস্যের মৃত্যুর পর আর্থিকভাবে সংকটে পরেছিল এই দুই ঘোষ পরিবার। সেই কথা মাথায় রেখেই ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যরা উদ্যোগ নিয়ে এই দুই পরিবারের হাতে এক জোড়া গবাদিপশু তুলে দেয়ার উদ্যোগ নেই। তারই অংশ হিসেবে এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ উপস্থিত হয়ে মৃতের পরিবারের হাতে একজোড়া গবাদিপশু তুলে দেন।

আরও পড়ুন -  সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সুমিত কষ্টের কথা জানিয়েছেন, আমাদের কি ভাবে চলবে সংসার ?