Russia: ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া, জাপান সাগরে

Published By: Khabar India Online | Published On:

সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া জাপান সাগরে। মঙ্গলবার রুশ মন্ত্রণালয় জানায়, দুটি জাহাজ প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সিমুলেটেড (পরীক্ষামূলক) শত্রু যুদ্ধজাহাজে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

দুটি মস্কিট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা প্রচলিত ও পারমাণবিক ওয়ারহেড ক্ষমতা সম্পন্ন, সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

আরও পড়ুন -  Foot Winter: পা ফাটার সমস্যা দূর করবেন যেভাবে, শীতের সময়

টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যটিতে দুটি মস্কিট ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি সফলভাবে আঘাত করে।

মস্কিট মিসাইল, ন্যাটো যার নাম দিয়েছে এসএস-এন-২২ সানবার্ন, এটি একটি মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল, এটি ১২০কিলোমিটার দূরের জাহাজকে ধ্বংস করতে সক্ষম।

আরও পড়ুন -  Japan Earthquake: শক্তিশালী ভূমিকম্প জাপানে, সুনামি ধেয়ে আসছে

এ বিষয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, তার দেশ মস্কোর সামরিক অভিযানের বিরুদ্ধে সজাগ থাকবে। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হায়াশি এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকায়, রাশিয়ান বাহিনী জাপানের আশেপাশের অঞ্চলসহ দূর প্রাচ্যে আরও সক্রিয় হয়ে উঠছে।

আরও পড়ুন -  Russia: পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, ইউক্রেনে পরাজিত হলে

সূত্রঃ আলজাজিরা