জয়ন্ত সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল পৌরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বড়থোল গ্রামের বাসিন্দারা আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে। তাদের দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে আদ্রা রেল ডিভিশনের একটি রেললাইন তাদের গ্রামের পাশ দিয়ে গেছে। সেখানে একটি ওভারব্রিজের দাবি করেছে বাসিন্দারা। ১৯৯০ থেকে বাসিন্দারা দাবি করে আসছে আশেপাশের প্রায় ১০ টি গ্রামের মানুষ রেললাইনের উপর দিয়ে যাতায়াত করে। বর্তমানে ডুয়াল রেললাইন তৈরি করা হচ্ছে এবং সেই কারণেই চলাচলের রাস্তায় দুটি রেললাইন হলে পারাপার আরো বিপজ্জনক হবে বাসিন্দারা দাবি করেছে অবিলম্বে সেখানে ওভার ব্রিজ তৈরি করে দিতে হবে। সকাল থেকে নতুন করে রেল কাজ শুরু করতে গেলে বাসিন্দারা কাজ বন্ধ করে দেয়। ঘটনা স্থলে রেল পুলিশ।