প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের জেরে তাকে ক্ষমা চাইতে বলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জবাবে রাহুল গান্ধী বলেছেন, আমার নাম ‘সাভারকার’ নয়। আমি একজন গান্ধী। আমি ক্ষমা চাইবো না।
পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে শনিবার এ মন্তব্য করেন রাহুল। উল্টো তিনি বিজেপিকে সব দিক থেকে আক্রমণ করেন। বলেন, তার বক্তব্যে ভয় পান প্রধানমন্ত্রী মোদি। তাই তাকে পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী আমার বক্তব্যকে ভয় পান। তাই আমাকে অযোগ্য করা হয়েছে। তার চোখে আমি ভীতি দেখতে পেয়েছি। তাই তারা চান না আমি পার্লামেন্টে কথা বলি।
সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত