রিও ডি জেনেরিওর ঠিক বাইরে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরিওর উত্তর-পূর্বে অবস্থিত সাও গনকালো শহরে ওই সংঘর্ষ ঘটে।
রয়টার্স জানিয়েছে, মাদক কারবারি চক্রের মূল হোতা লিওনার্দো কস্তা আরাউজোকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। তিনি একজন মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত। সাম্প্রতিক বছরগুলিতে তিনি বেশ কয়েকজন পুলিশ অফিসারের মৃত্যুর সাথে জড়িত ছিলেন। পুলিশ বিশ্বাস করেছিল যে, সে এলাকায় লুকিয়ে ছিল।
লিওনার্দো কস্তা আরাউজো উত্তরাঞ্চলীয় রাজ্য প্যারা থেকে একজন মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত। সাম্প্রতিক বছরগুলিতে তিনি পাড়ায় বেশ কয়েকজন পুলিশ অফিসারের মৃত্যুর সাথে জড়িত ছিলেন।
বৃহস্পতিবারের অভিযানে আরাউজোকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছিল। অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও নিযুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।
রিও রাজ্যের পুলিশ বাহিনী নিয়মিত মেট্রো এলাকার বিস্তীর্ণ বস্তিতে মারাত্মক অভিযান চালায়।
রিও ডি জেনেরিওর রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, ‘আমরা রিওকে অন্য রাজ্যের দস্যুদের আস্তানা হিসাবে ব্যবহার করতে দেব না।’
সংঘর্ষের সময় সন্দেহভাজন অপরাধী সংযোগ নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দাকেও গুলি করে আহত করা হয়েছে।
সূত্রঃ রয়টার্স। ছবিঃ সংগৃহীত