30 C
Kolkata
Friday, July 5, 2024

বড়োসড়ো সাফল্য পেল মালদা থানার পুলিশ

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ      কালিয়াচকের পর এবার পুরাতন মালদা। বড়োসড়ো সাফল্য পেল মালদা থানার পুলিশ। বাংলাদেশে পাচারের আগে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ। দুই দিন ধরে মালদা থানার পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। পুলিশ সূত্রে জানা যায় যার বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার ৭২০ টাকা। অন্য রাজ্য থেকেই ফেনসিডিল গুলি নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী রহমান বিশ্বাস ।

আরও পড়ুন -  মাটন মেট রেসিপি: ঐতিহ্যবাহী মাটন খাবারের একটি সুস্বাদু টুইস্ট

বৃহস্পতিবার রাত্রে মালদা থানায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মেহেদি রহমান বিশ্বাস জানান ২৯ জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা থানার পুলিশ। অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে ৩৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে ৪৭৫০০ ফেন্সিডিল বোতল উদ্ধার হয়।

আরও পড়ুন -  রেললাইনের ধার থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ, আবর্জনার মধ্যে !

Latest News

Gold Price: ক্রমাগত দাম বাড়ার পর শুক্রবার সোনার দাম কমেছে, এখানে সর্বশেষ আপডেট দেখুন

Gold Price: ক্রমাগত দাম বাড়ার পর শুক্রবার সোনার দাম কমেছে, এখানে সর্বশেষ আপডেট দেখুন। এই মূল্যবৃদ্ধির বাজারে ক্রমেই বাড়ছে সোনার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img