ব্যাপক পরিবর্তন আসতে চলেছে রাজ্যের স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি অনুসারে। ইতিমধ্যেই নতুন শিক্ষা নীতি কার্যকরের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে।
কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী, এবার থেকে চার বছরের স্নাতক কোর্স চালু করার উদ্যোগ নিচ্ছে রাজ্য। উচ্চশিক্ষায় কেন্দ্রের নতুন নীতি অনুযায়ী, স্নাতক স্তরের পঠন পাঠনের সময় কাল ৩ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হলো।
যারা উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হবেন তাদের জন্য চার বছরের স্নাতক কোর্স শুরু হবে।
জাতীয় শিক্ষানীতি সঙ্গে সামঞ্জস্য রেখে, ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম’ আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর।
স্নাতক পাঠক্রম নিয়ে ইউজিসি নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে শুক্রবার ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে। নতুন শিক্ষানীতিতে এবারে চার বছরের জন্য স্নাতক স্তরে পড়াশোনা হবে।
গত বছর তৈরি এই প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, চার বছরের স্নাতক স্তরের কোন পড়ুয়া যদি কোন বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক হন, তাহলে তাকে সে বিষয়ে নির্দিষ্ট প্রজেক্ট বাছাই করতে হবে। অনার্স ডিগ্রী পাওয়ার সময় সংশ্লিষ্ট বিষয়টিতে গবেষণা করবেন তিনি ও তার সাথেই স্পেশালাইজেশন করবেন সেই পড়ুয়া।
ইউজিসি আগেই জানিয়েছিল, চার বছরের স্নাতকরা সরাসরি পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। তবে এর জন্য সেই পড়ুয়ার নূন্যতম সিজিপিএ ৭.৫ থাকতে হবে।