সাকিব মাঠে ফেরার অপেক্ষায়

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় তারকা খেলোয়াড় সাকিব আল হাসান মাঠৈ ফিরছেন। বুধবার (২৮ অক্টোবর) তার উপর থেকে আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা উঠে গেছে। এর ফলে এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হয়েছে সাকিবের।

সব ধরনের ক্রিকেট খেলতে আর বাধা থাকবে না এই বিশ্বসেরা অলরাউন্ডারের। আবারও সাকিবের মাঠে ফেরার অপেক্ষায় এখন দেশের লাখো ক্রিকেট প্রেমী।

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। ফেরার পর পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবেন তিনি। কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর দেশের ক্রিকেট কার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে এ টুর্নামেন্টটি হবে বাংলাদেশের দ্বিতীয় পদক্ষেপ।

নিজের প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া এক টেলিভিশন বিজ্ঞাপনে সাকিব বলেন, ‘আমি সাকিব আল হাসান এবং ক্রিকেট মাঠই আমার ঘর। সময়টা কঠিন, তবে আমি আরও শক্ত হয়ে মাঠে ফিরে আসব। আমি দিনরাত চেষ্টা করেছি লাল-সবুজ বেশে মাঠে ফিরতে।’

আরও পড়ুন -  BSNL Recharge Plan: BSNL আনলো সস্তার নতুন রিচার্জ প্ল্যান, ৪৫ দিনের জন্য আনলিমিটেড কলিংসহ দারুণ সুবিধা

কেবল ভক্তরাই নয়, সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন মুশফিক-মোস্তাফিজসহ বাংলাদেশ ক্রিকেট দলে তার অন্য সতীর্থরাও।

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগে সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দেন তার সতীর্থ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিবের সাথে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করার স্মৃতি রোমন্থন করে মুশফিক তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমরা একসাথে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটি আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমাদের কত স্মৃতি জমা আছে, আমরা ভালো সময়গুলো একসাথে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’

আরও পড়ুন -  পেঁয়াজের দাম এবং উপলব্ধতার জন্য পদক্ষেপ গ্রহণ

তিনি আরও লিখেন, ‘খুব ভালো লাগছে একটা বছর শেষ হয়েছে। আবার আমরা একসাথে মাঠে নামব। তুমি সবসময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সাথে আরও ম্যাচজয়ী জুটি গড়া আর জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে তর সইছে না।’

শুধু মুশফিক নন, জাতীয় দলের প্রায় সব সদস্যই সাকিবকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের হয়ে তার আরও সাফল্য কামনা করেছেন।

স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়ে লিখেন, ‘স্বাগতম সাকিব ভাই! আপনার সাথে একই দলে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না। আপনার মতো জীবন্ত একজন কিংবদন্তির সাথে ড্রেসিংরুম ভাগ করে নেয়া সত্যিই দুর্দান্ত সুযোগ। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি, আমরা দ্রুতই বাংলাদেশের হয়ে একসাথে খেলতে পারব।’

আরও পড়ুন -  Horoscope: আজ ৯ই অক্টোবর, রাশিফল দেখুন

এছাড়াও মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার থেকে শুরু করে অনেক ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।

আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান। সূত্র – আমার সংবাদ।