Deepika Padukone: দীপিকা পাডুকোন কালো গাউনে নজর কাড়লেন অস্কার মঞ্চে, ঘাড়ের ট্যাটুও এড়ালো না

Published By: Khabar India Online | Published On:

ভারতের জয়জয়কার ২০২৩-এর অস্কারের মঞ্চে। এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাতু নাতু’ গানটি অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি হলো।

সেই নিয়েই শোরগোল গোটা দেশ জুড়ে। শুধু ‘নাতু নাতু’ নয় অস্কারের মঞ্চে ছিল আরো এক চমক। এই মঞ্চে আকর্ষণীয় সাজেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম প্রথম সারির ডিভা দীপিকা পাডুকোনকে। যা অত্যন্ত গর্বের ভারতীয়দের জন্য।

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)

অস্কারের মঞ্চে দীপিকা পাডুকোনের লুক রীতিমতো নজর কেড়ে নিয়েছে সকলের। ওল্ড হলিউড লুকেই দেখা মিলেছিল অভিনেত্রীর। জনপ্রিয় নামী ব্রান্ড ‘লুই ভিটন’নের পোশাকেই সেজেছিলেন।

আরও পড়ুন -  Basil Leaves: অত্যন্ত উপকারী তুলসি পাতা

কালো অফশোল্ডার, টিউব ব্রা কাটিং, লং গাউনেই ছিলেন অভিনেত্রী। পরেছিলেন অপেরা গ্লাভসও। সাথে অভাব ছিল না মানানসই অলংকারেরও। মূল্যবান হীরের নেকলেসের পাশাপাশি হাতে ছিল হীরের ব্রেসলেট এবং আংটি। চুলের বাহারেও এদিন খামতি রাখেননি দীপিকা। এই মুহূর্তে অস্কারের মঞ্চে অভিনেত্রীর এই রেড কার্পেট লুকে চোখ ধাঁধিয়ে গিয়েছে গোটা বিশ্বের।

আরও পড়ুন -  হারানো স্থান ফিরে পেল ‘মিঠাই’, TRP প্রতিদিন ওঠা নামা হচ্ছে

মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষকে। সেই মুগ্ধতার একাধিক ঝলক মিলবে এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

এই মঞ্চে শুধুমাত্র অভিনেত্রীর আকর্ষণীয় সাজই নয়, তার ঘাড়ের নতুন ট্যাটুও নজর এড়ায়নি অধিকাংশের। ‘৮২° ই’ই ট্যাটু আকারে লেখা ছিল তার ঘাড়ে। অভিনেত্রী এমন ট্যাটু কেন করিয়েছেন!

আরও পড়ুন -  সারা ছুটির দিনে কি করেন ?

কারণ অবশ্য জানা যায়নি এখনো। সব কিছুর মাঝেও এই বিষয়টি চোখের আড়াল হয়নি কারোরই। সেই নিয়ে চলছে চর্চাও। এই মুহূর্তে নিজের রেড কার্পেট লুকের পাশাপাশি এই বলি ডিভা চর্চায় রয়েছেন নিজের নজরকাড়া এই ট্যাটুর জন্য।