আকাশের মুখ গোমড়া, ঝেঁপে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে, হাওয়া অফিস আপডেট পড়ুন

Published By: Khabar India Online | Published On:

রেশ এখনও কাটেনি দোল উৎসবের। এর মধ্যেই জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকেই তীব্র দাবদাহে জ্বলছে বাংলায়। বসন্তকালে এমন গরম হয়তো অন্যকোনো বছর দেখা যায় না। বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছিল রাজ্যের মানুষকে।  এরই মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ায় খুশি রাজ্যবাসী। কোন জেলায় বৃষ্টি নামতে পারে? কি বলছে আবহাওয়া দপ্তর? পড়ুন।

আরও পড়ুন -  কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বিশ্ব ব্যাঘ্র দিবসের প্রাক্কালে বাঘ শুমারির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ

হোলির মরশুম শেষ হতেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং  উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আজই। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। রয়েছে পুরুলিয়াও। পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আগামিকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: খোলামেলা পোশাক পরলেই হতে পারে জেল, কাতার বিশ্বকাপে

বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এর মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পেরে বেশ খুশি হবেন পুরুলিয়াবাসীরা।

আরও পড়ুন -  আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাতে, আবহাওয়া দপ্তর কি জানালো?

ফাইল ছবি