Onion: ক্ষেত পোড়ালেন কৃষক, ন্যায্য দাম না পেয়ে, পেঁয়াজের

Published By: Khabar India Online | Published On:

পুরো ক্ষেত পুড়িয়ে দিলেন বাজারে পেঁয়াজের দাম না পেয়ে। মহারাষ্ট্রের কৃষ্ণা ডোংরে নামের এক কৃষক। পাশাপাশি রক্ত দিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে। চিঠিতে ‘পেঁয়াজ ক্ষেত পোড়ানো উৎসবে’ আমন্ত্রণ জানান তাকে।

ওই কৃষকের মতে, চাষিদের এমন দুর্দশার জন্য মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার দায়ী।

আরও পড়ুন -  Cricketer: অলরাউন্ডার জাহানারা আলম, ঈদ করলেন সংযুক্ত আরব আমিরাতে

পেঁয়াজ চাষি কৃষ্ণা জানান, ন্যায্য মূল্য না পেয়ে দেড় একর পেঁয়াজ ক্ষেত পুড়িয়ে দেন। কৃষ্ণার অভিযোগ, পেঁয়াজ চাষে খরচ হয়েছিল দেড় লাখ টাকা। বিক্রির জন্য ওই ফসল বাজারে নিতে খরচ হয়েছে আরও ৩০ হাজার টাকা। কিন্তু বাজারে নিয়ে পেঁয়াজের দাম ওঠে মাত্র ২৫ হাজার টাকা।

আরও পড়ুন -  "প্রেমের শিখা: এমন একটি কবিতা যা আপনার হৃদয় জ্বলবে"

কৃষ্ণার দাবি, রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের এমন বিপর্যয়ের জন্য দায়ী। চার মাস ধরে দিনরাত পরিশ্রম করে ১.৫ একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতিই ফসল পোড়াতে বাধ্য করেছে আমাকে।

আরও পড়ুন -  নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা মালদায় বাড়তে চলেছে !

কৃষ্ণা ডোংরে বলেন, রাজ্য এবং কেন্দ্রের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো। রাজ্যের পেঁয়াজ চাষিদের খারাপ অবস্থা জানার পরেও দুঃখ প্রকাশটুকু করেনি কেউ। কৃষ্ণা দাবি করেন, সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যে পেঁয়াজ সংগ্রহ করুক কৃষকদের কাজ থেকে। তাহলে আমরা বাঁচতে পারবো।

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত