Ankush-Aindrila: বিয়ের তোড়জোড় শুরু, অঙ্কুশ-ঐন্দ্রিলার

Published By: Khabar India Online | Published On:

অঙ্কুশ হাজরা লিখেছেন, ‘বিয়ের তোড়জোড় শুরু’।  সত্যি কি চলতি বছরেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাক ঘুরছেন তিনি?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছাদনাতলায় যাওয়ার পালা? অভিনেতার লেখা ওই একটি বাক্য দেখে এমন প্রশ্ন জাগতেই পারে।

এ সবই ‘লাভ ম্য়ারেজ’এর মহিমা। তাদের নতুন ছবি। নায়কের ভূমিকায় অঙ্কুশ। নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা। পাত্রের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক ও পাত্রীর মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

আরও পড়ুন -  Anubrata Mondal: অনুব্রত, পার্থর ধারা বজায় রাখল, প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই ( CBI )

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। তারই প্রচারের পরিকল্পনা নিয়ে ব্যস্ত অভিনেতা ও নির্মাতারা। বৈঠক চলছে। তেমনই এক বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ। ঐন্দ্রিলা, নিসপাল সিং সহ আরও অন্যান্যদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন -  রাজ ভবনের আবাসিকদের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ছবিটি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘লাভ ম্যারেজ’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। প্রচারের পন্থা ভাবা হচ্ছে। আর ৪২ দিন বাকি। বিয়ের তোড়জোড় শুরু। কথা দিলাম, আপনারাও তার অংশ হবেন। অনেক চমক আছে। আমাদের পাশে থাকুন। অনেক ভালবাসা।

আরও পড়ুন -  আপন দাদার সাথেই সম্পত্তি নিয়ে তুমুল বিবাদ! এবার আদালতের দ্বারস্থ কোয়েল, রঞ্জিত মল্লিক এই মামলা লড়বেন

পর্দায় দ্বিতীয় বার জুটি বাঁধছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। ২০২১ সালে রাজা চন্দের ‘ম্য়াজিক’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল।

ছবিঃ অঙ্কুশের ফেসবুক থেকে। ছবিঃ সংগৃহীত