কলকাতার মেট্রো পরিষেবা দোল ও হোলির সময় কেমন থাকবে? বিস্তারিত পড়ুন

Published By: Khabar India Online | Published On:

দোলযাত্রা বা হোলি সামনেই। এই দুইদিন প্রত্যেক বছর ট্রেন চলাচলে প্রভাব পড়ে। মেট্রো যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে হোলি বা দোলের দিনে। গত বছরের তুলনায় এবছর শহর কলকাতায় মেট্রোর উপর শহরবাসীর নির্ভরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

শিয়ালদহ স্টেশন যোগ হওয়ার পরে গুরুত্ব বেড়েছে গ্রিন লাইনের মেট্রো পরিষেবায় পাশাপাশি বেহালার দিকে এ বছরের নয়া সংযোজন হিসেবে রয়েছে পার্পেল লাইন। আগামী মঙ্গলবার দোল ও বুধবার হোলি। সেই উপলক্ষে উত্তর-দক্ষিণ মেট্রো কম চলবে। ওই দু’দিন জোকা-তারাতলা মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন -  বিজেপিতে যোগ দেওয়ার জন্য বিক্ষোভ ও জুতো দেখালো তৃণমূল সমর্থকরা

কলকাতা শহর মেট্রো নির্ভর হয়ে ওঠায় এই দুদিন মেট্রোর সংখ্যা কম থাকায় চরম ভোগান্তিতে পড়তে হবে অফিসযাত্রীদের। দোলের দিনে উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবা শুরু হবে দুপুর ২:৩০ এ। ওই দিন আপ ও ডাউন মিলে ৬০টি ট্রেন চলবে। ৫৮ টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে। শেষ ট্রেন অবশ্য সপ্তাহের অন্যান্য দিনের সূচি মেনেই চলবে। ওই দিন আধঘণ্টা সময়ের ব্যবধানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২২টি ট্রেন চলবে। দুপুর ৩টে থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুন -  বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

 বুধবার হোলির দিন মোট ১৮৮ টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অব্দি মোট ১৬৪ টি মেট্রো চলবে। সকালে নির্ধারিত সময়ে ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনের সূচি মেনেই অন্তিম মেট্রো ছাড়বে। ওই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নির্ধারিত ১০৬টি ট্রেনের পরিবর্তে ৯০টি ট্রেন চলবে।

আরও পড়ুন -  নির্মাণ কাজ প্রায় শেষ, মেট্রোর নতুন দুই রুট পুজোয় চালু হতে পারে

ফাইল ছবি