Zoom: জুম প্রেসিডেন্ট গ্রেগ টম্ব, বরখাস্ত হলেন

Published By: Khabar India Online | Published On:

জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। তবে এ বরখাস্তের কারণ কী, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। কোম্পানির রেগুলেটরি ফাইল অনুযায়ী, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে টম্বের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন -  Zoom: জুমের সিইওর ঘোষণা, ১৩শ কর্মী ছাঁটাইয়ের

জুমে যোগদানের পূর্বে টম্ব গুগলের নির্বাহী হিসেবে দায়িত্বে ছিলেন। গত বছরের জুন মাসে তিনি জুমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর কোম্পানির মূলধন বৃদ্ধিতে টম্ব সাফল্য দেখিয়েছেন। যোগদানের মাত্র ১০ মাসের মাথায় তাকে বহিস্কার করা হলো।

আরও পড়ুন -  ট্রোলের মুখে ‘কার কাছে কই মনের কথা’

জুমের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি এখনই টম্বের বিকল্প খুঁজছে না। বর্তমানে সিইওর দায়িত্বে থাকা এরিক ইউয়ান ২০১১ সালে এ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর শুরুতে কোম্পানিটি প্রযুক্তি বিশ্বে খুব বেশি আলোড়ন তৈরি করতে পারেনি।

আরও পড়ুন -  গান্ধী মূর্তিতে মাল্যদান

আগে গত মাসেই বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম।

সূত্রঃ বিবিসির। ছবিঃ সংগৃহীত