IPL 2023: বুমরাহ IPL খেলবেন না চোটের কারণে, মুম্বাই শিবিরে ধাক্কা, প্রত্যাবর্তন কি বিশ্বকাপেই ঘটবে?

Published By: Khabar India Online | Published On:

ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক গুরুত্বপূর্ণ তথ্যের পর জল্পনার সৃষ্টি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। আগামী ৩১ শেষ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের মেগা আসরে খেলবেন না ভারতের তারকা বোলার জসপ্রিত বুমরাহ।

গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশ্যে আসতেই রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই শিবিরে।

আরও পড়ুন -  Mohammed Shami: আদালত হাসিন জাহানের পক্ষে রায় দিল, মোহাম্মদ সামি বিশাল ধাক্কা পেলেন

জানিয়ে রাখি, ২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বুমরাহ। এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন। উল্লেখ্য, গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে গুরুতর চোট পান জসপ্রিত বুমরাহ। তাঁর পিঠে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তিনি পুরোপুরি ফিট না হওয়ার জন্য এশিয়া কাপেও জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি।

আরও পড়ুন -  PORI: আদালতে পরী

আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আরও বলা হয়েছে, পুরোপুরি ফিট হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসছে জসপ্রিত বুমরাহর আরও সময় লাগবে। পিঠে গুরুতর চোটের কারণে আরও একবার অস্ত্রপাচার করা হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্যের পর একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে মুম্বাই শিবিরে।

আরও পড়ুন -  সুবাহ, আগাম জামিন পেলেন

আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি। দ্রুত কিভাবে কাম ব্যাক করবেন জসপ্রিত বুমরাহ? ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলে নয় বরং আসন্ন ওডিআই বিশ্বকাপের আসরে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন।

ফাইল ছবি