সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ দুর্গাপূজো শেষ হতে না হতেই কোজাগরী লক্ষ্মীপুজোর আনন্দে মাতলেন আপামর বাঙালি। পঞ্জিকা মতে শুক্রবার সন্ধ্যার পর থেকেই বাঙালির প্রতি ঘরে ঘরে পূজিত হন ধনের দেবী লক্ষী। এদিন ইংরেজবাজার এর কৃষ্ণপল্লি বাপুজী কলোনি সহ একাধিক এলাকায় সাড়ম্বরে প্রতি ঘরে ঘরে পূজিত হলেন কোজাগরী লক্ষ্মী দেবী। লক্ষ্মীর আরাধনা ব্রত হলেন অসংখ্য ভক্ত।
আরও পড়ুন - বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন Aliya Naaz, ‘ড্যামেজড’ সিরিজে, ঘুম উড়েছে এক ঝলকে, Video Watch