Local Train Cancelled: শিয়ালদহ-হাসনাবাদ লাইনে বাতিল অনেক লোকাল ট্রেন, শনি ও রবিবার বাতিলের তালিকা দেখুন

Published By: Khabar India Online | Published On:

অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু নেই।  মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। বারাসত হাসনাবাদ লাইনে ডবল লাইন সংক্রান্ত কাজের জন্য ব্রিজের স্ল্যাব ওঠানো-নামানোর কাজ চলবে। শনিবার রাত ১০ টা থেকে রবিবার সকাল ৭ টা পর্যন্ত সোন্দালিয়া ও লাবুতলা স্টেশনের মধ্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলবে। সেই কারণেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন।

আরও পড়ুন -  ট্রেন চালানোর দাবিতে সাধারণ মানুষের রেল অবরোধ, স্টেশনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ট্রেন

শনিবার বাতিল 

আপ ৩৩৩২৩ বারাসত-হাসনাবাদ লোকাল
আপ ৩৩৩২৫ বারাসত-হাসনাবাদ লোকাল
আপ ৩৩৫৩৩ শিয়ালদা-হাসনাবাদ লোকাল
ডাউন ৩৩৫৩৮ হাসনাবাদ-শিয়ালদা লোকাল
ডাউন ৩৩৩১৮ হাসনাবাদ-বারাসত লোকাল
ডাউন ৩৩৩২০ হাসনাবাদ-বারাসত লোকাল

আরও পড়ুন -  India RRTS Train: বুলেট ট্রেন শীঘ্রই চালু হয়ে যাবে ভারতে, প্রথম সুবিধা পাবে এই শহরগুলি

রবিবার বাতিল 

আপ ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল
আপ ৩৩৩১৩ বারাসত-হাসনাবাদ লোকাল
আপ ৩৩৫১৭ শিয়ালদা-হাসনাবাদ লোকাল
ডাউন ৩৩৫১২ হাসনাবাদ-শিয়ালদা লোকাল
ডাউন ৩৩৫১৪ হাসনাবাদ-শিয়ালদা লোকাল
ডাউন ৩৩৩১২ হাসনাবাদ-বারাসত লোকাল

আরও পড়ুন -  Myanmar: বিচার শেষ পর্যায়ে, মিয়ানমারের অং সান সুচির