Vicky-Katrina: সিদ্ধি বিনায়কের মন্দিরে ক্যাটরিনা কাইফ, শাশুড়িকে নিয়ে, মা হওয়ার আনন্দে, ছবি ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ২০২২’এর ৯’ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করেছেন।

মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়ে। কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তারা। বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি নিজেদের ভালবাসা জাহির করে থাকেন।

 তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে নেটনাগরিকদের একাংশের মনে হয়েছে অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন।

আরও পড়ুন -  Gold Price Today: মুখ থুবড়ে পড়ল সোনার দাম, কলকাতার বাজারদর আজ কি বলছে?

উল্লেখ্য, চলতি বছরের শুরুটাও একে অপরের সাথে খুব ভালোভাবেই কাটিয়েছেন এই তারকা জুটি। নতুন বছর শুরু হতে না হতেই স্বামী ভিকি কৌশল এবং শাশুড়ি বীণা কৌশলকে সাথে নিয়েই দেখা দিয়েছেন সিদ্ধি বিনায়কের মন্দিরে। সিদ্ধি বিনায়ক গণেশকে মনস্কামনা জানিয়ে তার আশীর্বাদ নিয়েই শুরু করছেন নতুন বছর। আর সেই ঝলকই এই মুহূর্তে ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে।

বলাই বাহুল্য, সেই ছবির সূত্র ধরেই একাংশের মত তিনি খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন। এই মুহূর্তে নেটদুনিয়ায় নেটনাগরিকদের মাঝে তুমুল চর্চিত।

আরও পড়ুন -  Katrina Kaif: নিউ ইয়র্ক উড়ে গেলেন ভিকি-ক্যাট, রেস্তরাঁয় খেতে !

এদিন সিদ্ধি বিনায়কের মন্দিরে ভালো করে পূজো করার পাশাপাশি ভোগও নিবেদন করেছিলেন তারা। গলায় নিয়েছিলেন সাধারণ নামাবলিও। পুজো দিতে গিয়ে একেবারে সাধারণ পোশাকেই ছিলেন তারা। এদিন অভিনেতা সাদা শার্ট ও অফ-হোয়াইট প্যান্টে দেখা দিয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী সবুজ রঙের একটি সালোয়ার স্যুটে দেখা দিয়েছিলেন এদিন।

কপালে পরেছিলেন মন্দির থেকে লাগিয়ে দেওয়া টিপও। বলাই বাহুল্য, নিজের কাছের মানুষদের সাথে নিয়ে বছরের শুরুটা সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিয়েই শুরু করলেন তারা।

আরও পড়ুন -  Viral Video: লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে ক্লাসিক্যাল গানের তালে দুর্দান্ত নাচ, প্রশংসায় ভাসছে সুন্দরী যুবতী

এর মাঝেই নেটনাগরিকদের একাংশ মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর সরলতা দেখে। অভিনেত্রীর রূপের উজ্জ্বলতা দেখে তারা আবারো প্রশ্ন তুলেছেন, তার মা হওয়া নিয়ে! অনেকের মতে, মা হওয়ার আগেই রূপের এমন উজ্জ্বলতা দেখা দেয় মেয়েদের।

আবার অনেকের মতে তিনি এই সাধারণ পোশাকে নিজের বেবি বাম্প লুকিয়েছেন। গতবছরের শেষের দিকেও অভিনেত্রীর মা হওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তবে এই সমস্ত গুজবকে এবারই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।