বাংলার লজ্জার হার রঞ্জিতে

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ  বাংলার লজ্জার হার রঞ্জিতে।

রঞ্জি ট্রফি ক্রিকেটের ফাইনালে ঘরের মাঠে লজ্জার হারে বাংলাকে মুখ লুকাতে হলো। ৩২ বছর বাদে ইডেন উদ্যানে রঞ্জি ট্রফিতে খেতাব জয়ের হাতছানি দেখা দিয়েছিল বাংলার কাছে। কিন্তু বিপক্ষ সৌরাষ্ট্র দলের খেলোয়াড়দের দাপটে ছন্নছাড়া হয়ে যায় বাংলা। রবিবার চতুর্থ দিনে বাংলা খেলা শুরু করে মাত্র ৭২ রান করে। ২৪১ রান করে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ করে।

আরও পড়ুন -  ফর্মে থাকা স্বপ্না ও সাফজয়ী, ফুটবলকে বিদায় জানালেন!

কোনও ক্রমে ইনিংস হার থেকে বাংলাকে বাঁচান ইশান পোড়েল মাঠে নেমে। শেষ উইকেটে মাঠে নেমে তিনি ২২রান করেন। মনোজ তেওয়ারি ৬৭রানে আউট হন।শাহনাজের ব্যাট থেকে আসে ২৭রান। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্রের উনাতকাট ৬ উইকেট পান। জয়ের জন্যে ১২রান লক্ষ্যে ১উইকেট হারিয়ে খেতাব জিতে নেয় সৌরাষ্ট্র। সেরা খেলোয়াড় হয়েছেন উনাতকাট। বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র দলকে অভিনন্দন জানান।

আরও পড়ুন -  কোলাপুরের গৃহবধূ কবিতা চাওলা, KBC 14 এর প্রথম কোটিপতি, কে এই কবিতা চাওলা?

সৌজন্যে।