Bakreshwar Dham: বক্রেশ্বর ধামে চলছে, শিবরাত্রির শেষ মুহূর্তের প্রস্তুতি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   বীরভূম জেলার সুপ্রশিদ্ধ তীর্থ স্থান পুরান খ্যাত বক্রেশ্বর মহামুনি অষ্টাবক্র এবং বক্রেশ্বর ধামে চলছে শিবরাত্রির শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল শিব চর্তুদশী উপলক্ষে অগনিত ভক্তের সমাগম হবে এবং বহু দূরদূরান্ত থেকে মানুষ আসবে এই বক্রেশ্বর শিব মন্দিরে পুজো দিতে। পুরো মন্দির প্রাঙ্গন পুজো উপলক্ষে ফুল এবং আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হবে।

আরও পড়ুন -  কুলটি থানার লছিপুর এলাকায় জঙ্গলের মধ্যে থেকে বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য

সুদূর ব্যাঙ্গালোর থেকে এই ফুল এসেছে। আগামীকাল হাজার হাজার দর্শনার্থী যাতে সারিবদ্ধ ভাবে নিয়ম কানুন মেনে পুজো অর্চনা করতে পারে তার জন্য মোতায়েন থাকবে পুলিশ। এর পাশাপাশি বক্রেশ্বর এর আশ্রম গুলো সেজে উঠেছে নতুন আঙ্গিকে। তাছাড়া বক্রেশ্বরে বাউল গান, নাম সংকীর্তন এবং লোকগান ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন -  Lata Mangeshkar: স্তব্ধ কোকিলকণ্ঠ, প্রয়াত লতা মঙ্গেশকর