IPL: শুরু হচ্ছে আইপিএল, ৩১ মার্চ থেকে, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

Published By: Khabar India Online | Published On:

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩১ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে সেটাও জানানো হয়েছে।

প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মাঠে নামছে। হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন -  নতুন সদস্য এল ধোনির ঘরে, ভক্তরা খুশি

আইপিএলে গত বারের মতো দুইটি গ্রুপ রয়েছে। গ্রুপ এ-তে পাঁচটি দল হল, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন -  ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাস

গ্রুপ বি-তে পাঁচটি দল হল, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স।

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি প্রতিযোগিতা হবে। ২১ মে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা।  ২৮ মে হবে আইপিএলের ফাইনাল।

আরও পড়ুন -  Indian Railways: দীপাবলীর উপহার রেল কর্মচারীরা পেলেন, ৭৮ দিনের বোনাস

মোট ১২টি মাঠে হবে এ বারের আইপিএল। ১০টি দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে তালিকায়। এই ১২টি মাঠ হল – আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি এবং ধর্মশালা।

ছবিঃ সংগৃহীত