একটি দুঃসংবাদ ফুটবল মাঠে। পেনাল্টি ঠেকিয়ে এক গোলকিপার মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই গোলকিপারের নাম আরনে এসপিল। বয়স ২৫ বছর। তিনি বেলজিয়ামের তৃতীয় বিভাগের দল উইনকেল স্পোর্ট বি-র গোলকিপার ছিলেন।
শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় এসকে ওয়েস্ট্রোজেবেকা। পেনাল্টি ঠেকিয়েই উল্লাসে মেতে ওঠেন এসপিল। মুহূর্তের মধ্যে মাঠে লুটিয়ে পড়েন। মাঠে দৌঁড়ে ঢুকে পড়েন চিকিৎসকেরা। তাকে জাগিয়ে তুলতে মেডিকেল দল ত্রিশ মিনিটের মতো চেষ্টা করে।
দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মারা যান এসপিল। তরুণ ফুটবলারের মৃত্যুতে ক্লাবটিতে শোকের ছায়া।
মৃত্যুতে শোক প্রকাশ করেছে বেলজিয়ান ক্লাবটিও। সামাজিক যোগাযোগমাধ্যমে বেলজিয়ান ক্লাবটি লিখেছে, গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা বিরল নয়। খেলার সময় এমনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা এর আগেও ঘটেছে। আগে ২০০৬ সালে কাজাখস্তান প্রিমিয়ার লিগে ম্যাচে প্রাণ যায় ব্রাজিলের ফুটবলার নিল্টন মেন্দেজের।
২০০৩ সালে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্যামেরুনের খেলোয়াড় মার্ক ভিভিয়ান ফো। ১৯০৭ সালে হেড দিয়ে মারা যান ম্যানচেস্টার ইউনাইটেডের টমি ব্লাকস্টক। ১৯২৭ সালে নিউমোনিয়ার কারণে ম্যাচ চলাকালে মারা যান ইংলিশ ফুটবলার স্যাম উইনি।