Bank Holiday List: এতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখনই সেরে নিন ব্যাঙ্কের জরুরী কাজ

Published By: Khabar India Online | Published On:

ব্যাঙ্ক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ।

তাই আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করতে পারেন।

আরও পড়ুন -  200 Rupee Note: নতুন বছরে চমকপ্রদ ঘোষণা আরবিআই-এর!

চলতি ফেব্রুয়ারি মাসে ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বিভিন্ন শহরে। আপনার যদি কোন জরুরী কাজ থাকে তাহলে অবশ্যই এর মধ্যেই করে নিন। অনলাইন লেনদেন পরিষেবা Google Pay, Phone Pay, Paytm, Internet Banking পরিষেবা চালু থাকলেও চেকবুক-পাসবুকের কাজ ব্যাহত হতে পারে। আপনি নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমেও আপনার কাজ করতে পারেন।

আরও পড়ুন -  Reserve Bank of India: ৫০০ টাকার নোট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা

ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক ছুটির তালিকা:

ফেব্রুয়ারী 12, 2023 – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারী 15, 2023- লুই-এনগাই-নি (হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 18, 2023 – মহাশিবরাত্রি (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারী 19, 2023 – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারী 20, 2023 – রাজ্য দিবস (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 21, 2023- লোসার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারী 25, 2023 – তৃতীয় শনিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারী 26, 2023 – রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

আরও পড়ুন -  Warning: জো বাইডেনের কঠোর হুশিয়ারি, রাশিয়াকে