NASA Asteroid: তীব্র বেগে ধেয়ে আসছে এই বিরাট গ্রহাণু পৃথিবীর দিকে, NASA কি বলছে?

Published By: Khabar India Online | Published On:

ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর কক্ষপথের দিকে ধেয়ে আসছে বিশাল আকারের একটি গ্রহাণু। এতে পৃথিবীর কতটা ক্ষতি হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি মহাকাশ গবেষণা সংস্থা।

সূত্র মারফত জানা গিয়েছে যে, বিরাট আকারের গ্রহাণু দ্রুত বেগে এগিয়ে আসছে। এই গ্রহানুর নাম 199145 (2005 YY128)। গ্রহানুটি প্রায় এক কিলোমিটার চওড়া। আগামী সপ্তাহের মধ্যেই এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি  আসবে।

আরও পড়ুন -  ‘গার্লস হোস্টেল’, নতুন রিলিজ করা ওয়েব সিরিজ, বেডসিনে ভরপুর, দেখবেন না পরিবারের সাথে

নাসা সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে গ্রহাণুটি পৃথিবীর ৪.৫ মিলিয়ন কিলোমিটার এর কাছাকাছি চলে আসবে। গ্রহাণুটি ১৮৭০ থেকে ৪২৬৫ ফুট চওড়া হতে পারে। এর জন্য কি ক্ষতি হবে পৃথিবীর? গ্রহাণুটি কি সংঘর্ষ করবে কক্ষপথে? কি বলছে নাসা?

আরও পড়ুন -  Ibrahim Khan: বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ-অমৃতা পুত্র, ইব্রাহিম খানের

এই প্রসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পষ্ট জানিয়েছে যে, আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই পাথরের থেকে বড় পরিমান ক্ষতি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। আপাতত হিসাব অনুযায়ী এই গ্রহাণুটি পৃথিবীর থেকে অনেক দূর দিয়েই চলে যাবে।

আরও পড়ুন -  প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা, কীভাবে জানুন, রেজিস্ট্রেশন করুন ভারত সরকারের এই প্রকল্পে

ছবিঃ সংগৃহীত।