David Balogun: স্কুলের পড়াশোনা সম্পন্ন, মাত্র ৯ বছর বয়সেই!

Published By: Khabar India Online | Published On:

৯ বছরের শিশু স্কুলের গণ্ডি পেরিয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনই কৃতি গড়ে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন শিশু ডেভিড বালোগুন। সায়েন্স ও কম্পিউটার প্রোগ্রামে স্নাতক হয়েছে। ডেভিড ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি।

পেনিসিলভানিয়ার হারিসবার্গের সাইবার চ্যাটার্ড স্কুল থেকেই সায়েন্স ও কম্পিউটার প্রোগ্রামে হাইস্কুল স্নাতক হয়েছে ফিলাদেলফিয়ার নিকটবর্তী বেনসালেমেরের বাসিন্দা ডেভিড বালোগুন। ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ স্কুল-স্নাতকদের তালিকায় নাম তুলে নিয়েছে ডেভিড।

আরও পড়ুন -  সাহসী ওয়েব সিরিজ, দরজা বন্ধ করে দেখুন, OTT - তে জামাইয়ের সঙ্গে রগরগে রোম্যান্স!

এই তালিকায় তার স্থান দ্বিতীয়। আগে সর্বকনিষ্ঠ হাইস্কুল স্নাতক হিসাবে গিনেস বুকে নাম তুলেছিল মাইকেল কিয়ারনি। ১৯৯০ সালে মাত্র ৬ বছর বয়সে হাইস্কুল স্নাতক হয়েছিল মাইকেল। পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক রোনান ফারো ১১ বছর বয়সে স্কুলের পড়াশোনা শেষ করেছিলেন।

কেবল খেলার ছলেই স্কুল-স্নাতক ডিগ্রি সম্পন্ন করেনি ডেভিড। বয়স কম হলেও ভবিষ্যৎ সম্পর্কে এখন থেকেই পরিকল্পনা করে নিয়েছে ৯ বছরের শিশু। পড়াশোনা শেষ করে পেশা হিসাবে কোন দিকে যাবে, তাও স্থির করে নিয়েছে।

আরও পড়ুন -  সত্য জানালেন বুবলি, শাকিবের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে

এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ডেভিড বলে, আমি একজন জ্যোতিপদার্থবিদ হতে চাই। ব্ল্যাক হোল ও সুপারনোভা নিয়ে পড়াশোনা করবো।

ছেলের পড়াশোনা এবং বুদ্ধিমত্তায় অভিভূত ডেভিডের বাবা-মা। মাত্র ৯ বছর বয়সেই যে ডেভিড অনেক কিছু বুঝতে সক্ষম, অনেক সময় ডেভিডের বুদ্ধি তার বোঝার ক্ষমতাকেও পিছনে ফেলে দেয় বলে জানিয়েছেন সর্বকনিষ্ঠ স্নাতকের গর্বিত মা রোনিয়া।

আরও পড়ুন -  ইজরায়েল এবং ইহু্দী জনসাধারণকে হান্নুক্কাহ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ডেভিড অন্যান্য ছাত্রদের থেকে আলাদা বলে জানিয়েছেন তার শিক্শিক কোডি ডেড। তিনি বলেন, ডেভিড ছোট থেকেই অনুপ্রাণিত শিশু। সে পড়াশোনার গতানুগতিক ভাবনা-চিন্তাকে সে পাল্টে দিয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান। ছবিঃ সংগৃহীত