LPG Cylinder: মাত্র ৭৫০ টাকায় গ্যাস বুক করুন এই পদ্ধতিতে, বিস্তারিত জানুন

Published By: Khabar India Online | Published On:

মূল্যবৃদ্ধির জেরে অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই যাচ্ছে।

প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। মাঝে মাঝে দাম কমছেও এলপিজি গ্যাস সিলিন্ডারের। চলতি মাসের শুরুর দিকে একধাক্কায় অনেকটাই কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার আপনি মাত্র ৭৫০ টাকা দিয়ে কিনে নিতে পারবেন এলপিজি সিলিন্ডার! কি করে?

আরও পড়ুন -  কর্মপ্রার্থীদের জন্য সর্বাধিক বয়সসীমা বৃদ্ধি

বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকিসহ সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এই পদ্ধতিতে গ্যাস কিনতে আপনার কম খরচ হবে। সরকার একটি কম্পোজিট এলপিজি সিলিন্ডার ৩৫০ টাকা কম দামে, ৭৫০ টাকার মধ্যে কিনে নিতে পারবেন। এই সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকে। এই গ্যাস খুব সহজে বিতরণ করা যায়। সরকার প্রায় সব শহরে কম্পোজিট গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দিয়েছে। আপাতত ২৮ টির বেশি শহরে উপলব্ধ।

আরও পড়ুন -  PAN-Aadhaar কার্ড লিঙ্ক কাদের করতে হবে ৩১ মার্চের মধ্যে, নির্দেশিকার খুঁটিনাটি সরকারি জানুন

কম্পোজিট গ্যাস মূলত বিক্রি করছে ইনডেন কোম্পানি। মাত্র ৭৫০ টাকা খরচ করেই কিনে নিতে পারবেন Indane এই গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডার কিনলে আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন -  PAN Card Update: এখনই হন সাবধান প্যান কার্ড থাকলে, না হলে জরিমানা হবে ১০,০০০ টাকা, জানুন

প্রতীকী ছবি।